Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দেলুটি ইউনিয়ন

১। ভূমিকাঃ

ক) ইউনিয়নের সীমানাঃ উত্তরে মরা ভদ্রা নদী বটিয়াঘাটা থানা। পশ্চিমে লতা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের পার্শ্বে নড়া নদী। দক্ষিনে শিপসা নদী। পূর্বে মাদুর পাল্টা সহ ভদ্রা নদী দাকোপ উপজেলা।

খ) স্থাপন কাল ১৯৭৪ সাল।

২। ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ

ক) আয়তনঃ ৫২.৯৪ বর্গ কিলোমিটার

খ) লোক সংখ্যাঃ ২৪,০০০ জন। পুরুষঃ১২,৫০০ জন মহিলাঃ১১,৫০০ জন

গ) গ্রামের সংখ্যাঃ ২৩ টি।

ঘ) মৌজার সংখ্যাঃ ১৯ টি।

ঙ) হাট বাজারের সংখ্যাঃ অনুমোদিত ১(এক) টি। প্রস্তাবিত ৩(তিন)টি।

চ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ

কলেজ ১(এক) টি।

মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫(পাঁচ) টি।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১৬(ষোল)টি।

ছ) শিক্ষা হারঃ ৪৫.২% । পুরুষঃ৪৬.৯%, মহিলাঃ২৩.৪%।

জ) র্ধমীয় প্রতিষ্ঠানের সংখ্যাঃ মসজিদঃ১৪(চৌদ্দ) টি , মাদ্রাসাঃ ৬(ছয়) টি, সার্বজনীন দূর্গা মন্দিরঃ ১২(বার)টি।

ঝ) খেয়া ঘাটের সংখ্যাঃ ৪(চার) টি।

ঞ) জমির পরিমানঃ ১৩০৮৩.২৯(একর)

ট) রেজিঃ ক্লাবের সংখ্যাঃ ১২(বার)টি।

ঠ) আই,পি,এম, কৃষি ক্লাবের সংখ্যাঃ ৪(চার) টি।

ড) রাস্তা ও সড়কের পরিমানঃ ১। পাকাঃ ১০ কিঃ মিটার।

                                              ২।এইচ, বি, বিঃ ৫ কিলোমিটার।

          ৩।কাচাঃ বাকি সব কাচা।

          ৪।সিংগেল ইটের সোলিং রাস্তা ১৫ কিলোমিটার।

চিকিৎসা কেন্দ্রঃ ৩(তিন)টিঃ

১) দেলুটি পরিকার কল্যান কেন্দ্র।

২) হাটবাড়ী কমিউনিটি ক্লিনিক।

৩) মধুখালী জামতলা চকরীবকরী কমিউনিটি ক্লিনিক।

ইউ,পি,ভবন/ ঘরের বিবরনঃ

ক) খতিয়ান ও দাগ নং: ১নং খাস খতিয়ান এস, এ, দাগ নং ৪২।

খ) অফিস আঙ্গিনায় জমির পরিমান ৫০ (একর)।

গ) ইউ,পি , কাযালয়ের প্রকৃতি ও কক্ষ সংখ্যাঃ ১৫(পনের) কক্ষ বিশীষ্ট দ্বিতল পাকা ভবন।

ঘ) নির্মাণ কালঃ ২০০১-২০০২ অর্থ বছর।